পরিচিতি (About us)

Sono Bangla (About us) ব্লগ পেজে আমার পরিচয় হল আমি কৃষ্ণ সাহু, শোনো বাংলা (বাঙালির মুক্ত জ্ঞানকোষ) ব্লগ পেজের ফাউন্ডার।

sonobangla about us
sonobangla about us

শোনো বাংলা ( বাঙালির মুক্ত জ্ঞানকোষ ),ওয়েব পেজে আপনাকে স্বাগতম


সকলকে নমস্কার, Sono Bangla [Bangalir Mukto Gyankosh] ব্লগে আপনাকে স্বাগত জানায়। আমি কৃষ্ণ সাহু, Sono Bangla ব্লগের ফাউন্ডার। আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্য নিবাসী বীরভূম জেলার ছেলে।

একজন বাঙালি হিসাবে আমার মনে হয় বর্তমানে ইংরেজি এবং হিন্দি মাধ্যমে যথেষ্ট পরিমানে গুগল এবং উইকিপিডিয়ায় তথ্য সমৃদ্ধ থাকলেও বাংলা ভাষায় তেমন কোনো উৎকৃষ্ট মানের তথ্যপূর্ণ লেখা পাওয়া যায় না।

তাই একজন বাঙালি হিসাবে আমি বাংলাতে Sono Bangla [Bangalir Mukto Gyankosh] ব্লগ পেজটি শুরু করি। শোনো বাংলা ওয়েব পেজটির দ্বারা বাংলা ভাষার পাঠকদের সামনে বিভিন্ন ধরণের রচনাবলী,

যেমন- শিক্ষামূলক, রহস্য ও রোমাঞ্চ, স্বাস্থ্য সচেতনতা, সরকারি যোজনা, বিজ্ঞান ও সংস্কৃতি,আইন ও অপরাধ বিভিন্ন ধরণের রকমারি শুভেচ্ছা sms, এছাড়াও বিনোদনের জন্য বিভিন্ন ধরণের বাংলা জোকস এর সম্ভার নিয়মিত আপডেট করে থাকি।

শোনো বাংলা, ব্লগটির মুখ্য উদ্দেশ্য


শোনো বাংলা ব্লগের মুখ্য উদ্দেশ্য হল বিভিন্ন ধরণের গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষিত প্রেক্ষাপট বাংলা ভাষার পাঠকদের সামনে সহজ ও সরল ভাবে তুলে ধরা।

যাতে আপামর বাঙালি ও বাংলা ভাষার পাঠকেরা, যারা পড়তে ভালোবাসেন তারা তাদের মাতৃভাষা বাংলাতে বিভিন্ন ধরণের নিবন্ধ পাঠ করে নিজ জ্ঞানকোষ সমৃদ্ধ করতে পারে।

আমাদের সাথে যোগাযোগ করুন


আপনার Sono Bangla ব্লগ পেজের ফাউন্ডারের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হলে, অথবা Sono Bangla ব্লগের পাতায় বিজ্ঞাপন দিতে চাইলে নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করতে পারেন।